Print Date & Time : 21 July 2025 Monday 6:38 am

পাইকগাছায় নবাগত এসিল্যান্ড’র যোগদান

খুলনার পাইকগাছায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। নবাগত এ এসিল্যান্ড রোববার(২৬ জুন) যোগদান করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট থেকে দায়িত্ব বুঝে নেন।

এ সময় উপজেলা প্রশাসন এবং ভূমি প্রশাসনের পক্ষ থেকে নবাগত এসিল্যান্ডকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। তিনি ২০১৯ সালে ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন। প্রথমে তিনি জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে এবং পরবর্তীতে তিনি দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে এসিল্যান্ড হিসেবে কর্মরত ছিলেন মোঃ শাহরিয়ার হক। শাহরিয়ার হককে ওয়াকফ প্রশাসক হিসেবে ঢাকাস্থ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে বদলি করা হয়। সর্বশেষ তিনি সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি লাভ করেছেন।

জা/দেশতথ্য//২৭-০৬-২০২২//১১.১৭ পিএম