Print Date & Time : 25 August 2025 Monday 11:24 am

পাইকগাছায় ন্যাশনাল পোর্টাল বিষয়ক কর্মশালা

শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় সরকারী কর্মকর্তা-কর্মচারীদেও নিয়ে “ন্যাশনাল পোর্টাল “বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ জুলনাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জুম এ্যাপসের মাধ্যমে কর্মশালায় সংযুক্ত ছিলেন, এসপায়ার টু ইনোভেট প্রোগ্রাম প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন। বিশেষ অতিথি ছিলেন, এটুআই এর অমিত সুন্দর রায়। কোর্স সমন্বয়ক ছিলেন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ।
কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসের সিএ মোঃ হাবিবুর রহমান, লোনাপানি কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শাহনাজ পারভীন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ রেজায়েত আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসানসহ ৩১ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

দৈনিক দেশতথ্য//এল//