Print Date & Time : 11 May 2025 Sunday 1:27 am

পাইকগাছায় পশু কোরবানীর টাকা পকেটমার

শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পকেটমারের কাছে টাকা খুঁইয়ে এবার ঈদে পশু কোরবানিতে শরীক হতে পারছেননা খুলনার পাইকগাছা উপজেলার অবসরপ্রাপ্ত এক স্বাস্থ্য পরিদর্শক।

উপজেলার পাটকেলপোতা গ্রামের মৃত নূর ইসলাম শিকারীর ছেলে ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক আবুল কালাম আজাদ মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১২ টার দিকে সোনালী ব্যাংক পাইকগাছা শাখা থেকে ১২ হাজার টাকা উত্তোলন করে বের হওয়ার সময় তার টাকা পকেটমার হয়।

ঘটনার শিকার আবুল কালাম আজাদ জানান, ব্যাংক থেকে ১২ হাজার টাকা উত্তোলন করে তিনি পকেটে রাখেন। এছাড়া তার পকেটে আরো দেড় হাজার টাকা ছিল। এরপর ব্যাংক থেকে নীচে নামার সময় তার টাকা পকেটমার হয়।

তিনি বলেন, ঈদে পশু কোরবানিতে শরীক হওয়ার জন্য টাকাগুলো উঠিয়েছিলেন। কোরবানির টাকা খোঁয়া যাওয়ায় এবার আর তার পশু কোরবানীতে ভাগী থাকা হলোনা বলে আফসোস কছিলেন তিনি।

এদিকে প্রতি বছর ঈদ-পূজাকে সামনে রেখে পাইকগাছা সদরসহ প্রত্যন্ত এলাকার হাট-বাজার ও ব্যাংকগুলোকে লক্ষ্য করে পকেটমার ও ছিনতাইকারীরা তাদের অপতৎপরতা বৃদ্ধি করে। এব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীসহ স্থানীয়রা।

দৈনিক দেশতথ্য//এল//