Print Date & Time : 26 August 2025 Tuesday 6:49 am

পাইকগাছায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির বিরাশীতে পানিতে ডুবে আব্দুল্লাহ নামের ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে ঐ এলাকার আরশাদ গাজীর ছেলে। রবিবার (২৬ মার্চ) দুপুর আনুমানিক আড়াইটার দিকে ঘটনাটি ঘটেছে

এলাকাবাসী ও নিহত শিশুটির পারিবারিক সূত্রে জানাযায়, প্রতিদিনের ন্যায় রবিবার সকালে জীবিকার তাগিদে শিশুটির দিনমজুর পিতা-মাতা তাকে পাশ্ববর্তী তার এক ফুফু তানজিলার কাছে রেখে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়।

এরপর দুপুর আনুমানিক আড়াইটার দিকে শিশুটি তার ফুফুকে না বলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পথিমধ্যে অসাবধানতাবশত রাস্তার পাশে পানি ভর্তি একটি
খাদে পড়ে গিয়ে সেখানেই তার মৃত্যু হয়।

সর্বশেষ হৃদয়বিদারক এ ঘটনায় শিশুটির স্বজনসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৭ মার্চ ২০২৩