Print Date & Time : 15 May 2025 Thursday 3:31 am

পাইকগাছায় পা‌নি‌তে ডু‌বে শিশুর মৃত্যু

শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা):খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউ‌পির পশ্চিম কাইনমুখী এলাকার আমুড়কাটায় পুকুরের পানিতে ডুবে নন্দিনী নামের (২১ মাস) এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (০৬ জুন) সকাল ১১টার দিকে উপজেলার সোলাদানা ইউ‌পির পশ্চিম কাইনমুখী এলাকার আমুড়কাটা গ্রামে ওই ঘটনা ঘটেছে। শিশু নন্দিনি ওই এলাকার রা‌জিব ঢালীর মেয়ে।

এলাকাবাসী ও শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (০৬ জুন) সকাল ১১টার দিকে শিশুটি বাড়ির পাশেই খেলছিল। এসময় অসাবধানতা বশত সকলের অগোচরে সে বাড়ির পাশ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। শিশুটির মা দূর থেকে ঘটনা দেখতে পেয়ে দ্রুত দৌড়ে এসে তাৎক্ষণিক শিশুটিকে পুকুরের পানি থেকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃন্ময় কুমার জানান, হাসপাতালে পৌছানোর আসেই নন্দিনীর মৃত্যু হয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় লাশের সুরুতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্ত থাকায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

দৈনিক দেশতথ্য//এল//