Print Date & Time : 25 August 2025 Monday 4:02 pm

পাইকগাছায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় পুকুরে ডুবে মোস্তাকিম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার দেলুটি ইউনিয়নের তেলিখালী গ্রামের মকবুল বিশ্বাসের ছেলে।

সোমবার (১৮ জুলাই) বেলা আনুমানিক ১১ টার দিকে খেলতে খেলতে অসাবধানতাবশত নিজেদের পুকরে পড়ে যায়। এ মা বাবা শিশুকে বাড়ির কোথাও দেখতে না পেয়ে পুকুরে নেমে শিশুটিকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে পুকুরের পানির নীচ থেকে তাকে উদ্ধার করে। তাৎক্ষনিক শিশুটিকে পার্শ্ববর্তী বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টা নিশ্চিত করেন স্থানীয় জিয়াবুনিয়া সমবায় সমিতির সভাপতি ভোল্টন ভন্ডল।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//