Print Date & Time : 11 May 2025 Sunday 3:51 am

পাইকগাছায় পুলিশের অভিযান-৭ জন আটক

পাইকগাছা থানা পুলিশ গত দু’দিনে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পরোয়ানা ভুক্ত ৭ জনকে আটক করেছে। আটককৃতদের শুক্রবার (৬ মে) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

থানা পুলিশ জানায়, বৃহষ্পতিবার (৫ মে) ও শুক্রবার (৬ মে) পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পরোয়ানাভূক্ত ৭ জন আসামীকে আটক করেছে। আটককৃতরা হলেন উপজেলার সোলাদানা ইউনিয়নের ইনছার গাজীর ছেলে ছালাম গাজী (৩৫), পৌর সদরের শাহ্ আলম সরদারের ছেলে নাজমুল সরদার(২২), ঈদ্রিস সরদারের ছেলে আল-নোমান(২০), চাঁদখালী ইউনিয়নের কাঁটাবুনিয়া গ্রামের রশিদ সরদারের ছেলে আল-আমীন সরদার, (২২) একই ইউনিয়নের কালীদাশপুর খালেক মোড়লের ছেলে ইমরান মোড়ল (২৬) কপিলমুনি ইউনিয়নের সিলেমানপুর গ্রামের নেছার বিশ্বাসের ছেলে ইকতিয়ার বিশ্বাস (৩৬) একই এলাকার শহর আলী মোল্যার ছেলে আবুল কালাম মোল্যা (২৫) কে আটক করে।

পাইকগাছা থানার পুলিশ পরিদর্শ (তদন্ত) রফিকুল ইসলাম জানান, গত দুইদিনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। শুক্রবার সকালে তাদেরকে আইনি প্রক্রিয়া শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

রিমন//দৈনিক দেশতথ্য//৬ মে-২০২২