শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) : খুলনার পাইকগাছায় হাঁস খোঁজার নামে এক শারীরিক প্রতিবন্ধী নারীকে (৩০)
ধর্ষণের মামলায় লিটু মণ্ডল (৩১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ
ঘটনায় ধর্ষণের শিকার ওই মেয়ের ভাই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের
করেছেন। সর্বশেষ সোমবার (২৯ মে) ভুক্তভোগী ওই প্রতিবন্ধী নারীর ২২ ধারায়
জবানবন্দি শেষে সকালেই ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ
হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, গত
শুক্রবার সকাল ৮টার দিকে সুভাষ মণ্ডলের ছেলে লিটু মণ্ডল হাঁস খোঁজার নামে
প্রতিবন্ধী ওই নারীর বাড়িতে যান। এ সময় তাদের বাড়িতে কেউ না থাকার সুযোগে নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন
ঘটনার পর ভুক্তভোগী ওই নারী তার মা বাড়িতে এলে তাকে সব বিস্তারিত বর্ণনা
করেন। পরে ধর্ষণের শিকার ওই নারীর ভাই বাদী হয়ে লিটু মণ্ডলের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় উপজেলার কপিলমুনি বাজার থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
এব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, শারিরীক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের মামলায় লিটু মণ্ডল নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ ভুক্তভোগী ওই প্রতিবন্ধী নারীকে সোমবার
সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারায় জবানবন্দি শেষে
ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।অভিযুক্ত লিটু মণ্ডলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post