শেখ দীন মাহমুদ,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর সঞ্চালনায় ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ সহযোগী অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ।
এর আগে সকাল ৯ টায় উপজেলা কেন্দীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দলীয় নেতা কর্মীদের নিয়ে পূষ্প মাল্য অর্পণ করেন।
প্রসঙ্গত, উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গ সংগঠনগুলো নানা কর্মসূচির মধ্যদিয়ে বাঙ্গালির শোকাবহ এ দিনটি পালন করছে।