খুলনার পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে একটি বাল্য বিয়ে বন্ধ ও জরিমানা আদায় করা হয়েছে।
জানা যায়, শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার লস্কর ইউনিয়নের লেবুবুনিয়া গ্রামের তপন ঢালীর বাড়িতে তার ছেলে সুমিত ঢালী (২০)’র বিয়ের আয়োজন চলছিল। আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাংগা গ্রামের দিপংকর সরদারের ১৫ বছরের অপ্রাপ্ত বয়স্কা মেয়ের সাথে এ বিয়ের আয়োজন করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন বিষয়টি জানতে পেরে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো: আলতাফ হোসেনকে বিয়ে বন্ধ ও ছেলের পিতাকে আটকের নির্দেশ দেন। এরপর তিনি ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ছেলের পিতা তপন ঢালীকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করেন।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান ভ্রাম্যমাণ আদালতে বাল্য বিবাহ নিরোধ আইনে ছেলের পিতা তপন ঢালীকে ৮ হাজার টাকা অর্থদন্ড ও বিয়ে বন্ধ করে দেওয়ার নির্দেশ প্রদান করেন।
দৈনিক দেশতথ্য//এইচ//