Print Date & Time : 21 April 2025 Monday 8:25 pm

পাইকগাছায় বিদেশী মদসহ আটক ২

খুলনার পাইকগাছা থানা পুলিশ রবিবার (২১ মে) সন্ধ্যায় পৌর সদরের তফেল ঔষধালয়ে অভিযান চালিয়ে ঔষধালয়ের মালিক হাকিম আমির আলী দপ্তরীর ছেলে রবিউল দপ্তরী (৩০) ও দোকান কর্মচারী পৌরসভার বারেক শেখ’র ছেলে রেজাউল ওরফে ছাদেক শেখ (৩০) কে এক বোতল বিদেশী মদসহ গ্রেফতার করেছে।

সোমবার (২২ মে) আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ জানায়, রবিউল ইসলাম দীর্ঘ দিন ধরে পৌরসদরের তফেল ঔষধালয় খুলে সেখানে হারবাল ও ইউনানি ঔষধ ব্যবসার আঁড়ালে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।

রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে এক বোতল বিদেশী মদসহ তাদের আটক করে।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, আটক রবিউল ও ছাদেক দীর্ঘদিন ধরে ঔষধ ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছে।

প্রায় দুই মাস ধরে তারা পুলিশি নজরদারিতে ছিল এবং রোববার গোপন সংবাদের ভিত্তিতে মদসহ তাদের আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের নামে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে এবং তাদের কে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২২ মে ২০২৩