শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) ॥ পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে মোঃ সৈকত (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকার বাগপাড়া গ্রামের মোঃ কবির জোয়াদ্দারের ছেলে। সোমবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ১১টার দিকে বাঁকার ঘোষ পাড়া এলাকায় হৃদয়বিদারক ঘটনানি ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, সৈকত বাঁকার ঘোষ পাড়ায় রাজমিস্ত্রীর জোগাড়ে (হেলপার) হিসেবে কাজে গিয়ে সকাল সাড়ে ১১টার দিকে তার হাতে থাকা স্টিলের রুলার অসাবধানতাবশত পাশের বৈদ্যুতিক তারে স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।
প্রসঙ্গত, সৈকত রাড়ুলী আর,কে,বি,কে কলেজিয়েট স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।