Print Date & Time : 11 May 2025 Sunday 3:23 am

পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী সভা

শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৮ মে) বেলা ১২ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্রে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় করেন খুলনা ৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।

মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা ও দাবীর পরিপেক্ষিতে অনুষ্ঠিত সভায় সাংসদ বাবু প্রধান অতিথির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র আওয়ামী লীগ সরকার বীর মুক্তিযোদ্ধাদের নানা ক্ষেত্রে সম্মানিত করে মর্যদার আসনে বসিয়েছেন। ধাপে-ধাপে মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ২০ হাজার টাকা বৃদ্ধি করে সর্বশেষ তা মোবাইলের মাধ্যমে উত্তোলনের সুবিধা, ১৪ লক্ষ টাকা ব্যয়ে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বীর নিবাসের ভবন বরাদ্দ ও তাদের সন্তানদের চাকুরী’র সুযোগ সৃষ্টি আশা ও বিশ্বাস উজ্জ্বল দৃটান্ত হয়ে থাকবে।

এমপি বাবু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। তাই বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধারা এক ও অভিন্ন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চুর সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সহকারী পুলিশ সুপার( ডি সার্কেল) মোঃ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ওসি ( তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, পৌর প্যানেল চেয়ারম্যান মাহাবুবর রহমান রঞ্জু।

উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু’র পরিচালনায় ঈদ পুনর্মিলনী সভায় মুক্তিযোদ্ধা শরৎ চন্দ্র মন্ডল, রনজিৎ সরকার, অবঃ প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, আঃ সবুর, আঃ আজিজ সানা, আমজেদ গাজী মোকসেদ গাজী, আজিজ সরদার, মোহাম্মদ সানা, ফয়জুল্লাহ, দুরজান গাজী, আঃ গফুর, আঃ রাজ্জাক, এরফান আলীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ বক্তব্য রাখেন।

দৈনিক দেশতথ্য//এল//