শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা): খুলনার পাইকগাছায় বোরো ধানের ব্লক প্রদর্শনী ও কম্বাইন হারভেস্টারের মাধ্যমে শস্য কর্তন অনুষ্ঠানের উদ্ভোধন করা হয়েছে।শুক্রবার (২৯ এপ্রিল) সকালে সমলয় পদ্ধতিতে বোরো ধানের ব্লক প্রদর্শনী ও কম্বাইন হারভেস্টারের মাধ্যমে শস্য কর্তন উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য আলহাজ্জ্ব মো: আক্তারুজ্জামান বাবু।
ব্লকের কৃষক জিএম আব্দুর সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ারর ইকবাল মন্টু, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক রাজু, হরিঢালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব গাজী মিজানুর রহমান, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজীম মুস্তাফিজ বাচ্চু, শেখ হাফিজুর রহমান, আল আমিন মোড়ল, জিএম রুহুল আমিন, বি সি আই সি স্যার ডিলার রাম প্রসাদ পাল, উপ-সহকারী কৃষি মোঃ সরাজ উদ্দিন মোড়ল, মোঃ বেলাল হোসেন, ইউপি সদস্য মোঃ আকবর হোসেন মোড়ল, কপিলমুনি কৃষক লীগের সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান, রনজিৎ কুমার মন্ডল, যুবলীগের ওয়ার্ড সম্পাদক মোঃ আসলাম উদ্দিন, বিপ্লব সরকার, উত্তম দাশ, সিরাজুল খান, সিদ্দিকুর রহমান সিকো, ছাত্রলীগের সুমন সানা, স্থানীয় সাংবাদিকসহ কৃষক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post