Print Date & Time : 2 July 2025 Wednesday 8:59 pm

পাইকগাছায় ব্রেষ্ট ও সার্ভিকাল ক্যান্সার বিষয়ক সেমিনার

খুলনার পাইকগাছায় ব্রেষ্ট ক্যান্সার ও সার্ভিকাল ক্যান্সার প্রোগ্রাম’র আওতায় সেমিনার ও ফ্রি মেডিকেল চেকাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে তাসলিমা ইনস্টিটিউট ফর ক্যান্সার ইমিউনাথরাপী ও সিএফসিএক্ট বায়োমড মলিকুলার ডায়াগনাষ্টিকস্ এ সেমিনার ও ফ্রি চেকাপ এর আয়োজন করে।

ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ তাসনিম আরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, ইউনিমড ইউনিহেলথ ফার্মাসিউক্যালস লিমিটেড এর জেনারেল ম্যানেজার আইয়ুব আলী মোড়ল।

অনুষ্ঠানে স্থানীয় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকবৃৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জা// দেশতথ্য// ১৩ অক্টোবর ২০২২//