শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা)॥ আগামী ১৯ আগস্ট (বৃহস্পতিবার) পল্লীবিদ্যুৎ সমিতির সেবা গ্রহীতাদের অভিযোগ ও প্রতিকার বিষয়ে এক ভার্চুয়াল সভার আয়োজন করেছে পবিস’র পাইকগাছা আঞ্চলিক অফিস।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে ভার্চুয়াল সভাটি অনুষ্ঠিত হবে ঐ দিন সকাল সাড়ে ১১ টা থেকে বিরতিহীন ভাবে দুপুর ১ টা পর্যন্ত।
এসময় ভার্চুয়ালি যুক্ত হয়ে পাইকগাছা উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি পল্লীবিদ্যুতের সকল পর্যায়ের গ্রাহকরা পল্লী বিদ্যৎ সমিতির সকল কার্যক্রমের বিষয়ে প্রশ্ন এবং সরাসরি উত্তর ও প্রতিকার পাওয়া যাবে।
গত ১৬ আগস্ট এসংক্রান্তে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির পাইকগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ রেজায়েত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়।

Discussion about this post