Print Date & Time : 5 May 2025 Monday 7:01 pm

পাইকগাছায় ভার্চুয়াল সভা ১৯ আগস্ট

শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা)॥ আগামী ১৯ আগস্ট (বৃহস্পতিবার) পল্লীবিদ্যুৎ সমিতির সেবা গ্রহীতাদের অভিযোগ ও প্রতিকার বিষয়ে এক ভার্চুয়াল সভার আয়োজন করেছে পবিস’র পাইকগাছা আঞ্চলিক অফিস।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে ভার্চুয়াল সভাটি অনুষ্ঠিত হবে ঐ দিন সকাল সাড়ে ১১ টা থেকে বিরতিহীন ভাবে দুপুর ১ টা পর্যন্ত।

এসময় ভার্চুয়ালি যুক্ত হয়ে পাইকগাছা উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি পল্লীবিদ্যুতের সকল পর্যায়ের গ্রাহকরা পল্লী বিদ্যৎ সমিতির সকল কার্যক্রমের বিষয়ে প্রশ্ন এবং সরাসরি উত্তর ও প্রতিকার পাওয়া যাবে।

গত ১৬ আগস্ট এসংক্রান্তে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির পাইকগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ রেজায়েত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়।