পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় বিল্লাল হোসেন মোড়ল (৩৫) নামে এক ভূয়া মেজর পরিচয়দানকারী ও দেড় বছরের সাজাপ্রাপ্ত পালাতক আসামি গ্রেপ্তার । আটক বিল্লাল উপজেলার বাতিখালী গ্রামের মৃত শহর আলী মোড়লের ছেলে।
থানা পুলিশ জানায়, খুলনার জি,আর ১০৯/১৮ মামালায় আদালত তার বিরুদ্ধে সাজা হয় । শুক্রবার (৩ জুন) সন্ধ্যায় এসআই সুজিত, এএসআই নাজমুল ও সাইফুল বিল্লাল হোসেনকে অভিযান চালিয়ে গ্রেফতার করেন।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান বলেন, সাজাপ্রাপ্ত ধৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সে বিভিন্ন জায়গায় মেজর পরিচয় দিয়ে নানা অপকর্ম করে আসছিল। এর আগেও সে একাধিকবার গ্রেফতার হয়।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post