Print Date & Time : 20 July 2025 Sunday 10:27 pm

পাইকগাছায় মন্দির থেকে মূর্তি চুরি!

শেখ নাদীর শাহ্, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার আগ্রা এলাকার অষ্টনাগ মন্দির থেকে পিতলের তৈরি দু’টি কৃষ্ণ মুর্তি চুরি গেছে। রবিবার (১২ জুন) গভীর রাতে অজ্ঞাত চোরেরা মন্দিরের তালা ভেঙ্গে মূর্তি দু’টি চুরি করে নির্বিঘ্নে পালিয়ে যায় বলে জানানো হয়েছে। তবে এঘটনায় কোথাও কোন অভিযোগ হয়নি।

জানাগেছে, রবিবার (১২ জুন) গভীর রাতে পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর আগ্রা এলাকায় স্থাপিত একটি অষ্টনাগ মন্দিরের তালা ভেঙ্গে অজ্ঞাত চোরেরা দু’টি পিতলের তৈরি কৃষ্ণমূর্তি চুরি যায়।

স্থানীয়রা জানান, ১৯৭৯ সালে মন্দিরটি স্থাপিত হয়। এরপর স্থানীয় রামনগর এলাকায় একটি পুকুর খননে পাথরের তৈরি প্রাচীণ আমলের একটি মনষা মূর্তি উঠে আসলে তা ঐ মন্দিরে স্থাপিত হয়।

এব্যাপারে স্থানীয় কপিলুনি পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আলীম জানান, এ ব্যাপারে তাদের কাছে কেউ কোন প্রকার অভিযোগ করেনি।

দৈনিক দেশতথ্য//এল//