Print Date & Time : 22 April 2025 Tuesday 9:04 am

পাইকগাছায় মাদকসহ গ্রেফতার ৯

শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা):

খুলনার পাইকগাছায় নগদ অর্থ-জুয়ার সরঞ্জাম ও মাদকসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানাযায়, রোববার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তাদেরকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হল, রাড়ুলী ইউনিয়নের আবুল সরদারের ছেলে সামাদ সরদার(৪৫), হরিঢালী ইউনিয়নের দুলাল চন্দ্র বিশ্বাসের ছেলে প্রকাশ বিশ্বাস(৩৩) ও উলুডাঙ্গা গ্রামের সবুর মোড়লের ছেলে হালিম মোড়ল(৪৮)।

অপর দিকে উপজেলার গড়ুইখালী ইউনিয়ন থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরজ্ঞামসহ ৬ জনকে আটক করা হয়। আটক জুয়াড়ীরা হল, বাঁশখালী গ্রামের রাজ্জাক গাজীর ছেলে লুৎফর রহমান (৩৪), জবেদ গাজীর ছেলে ইকরামুল গাজী(৩০), আনছার গাজীর ছেলে শুকুর গাজী(৩৫), হাকিম গাজীর ছেলে ইয়াছিন(৩৬), হেকমত সরদারেরর ছেলে রনি সরদার(২৫) ও হোসেন আলীর ছেলে ইসমাইল হোসেন(৩৪)।

সর্বশেষ আটককৃতদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক দেশতথ্য// এইচ//