Print Date & Time : 11 May 2025 Sunday 7:31 am

পাইকগাছায় মাদক বিক্রেতা আটক

শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:পাইকগাছায় ২০ বোতল ফেন্সিডিলসহ আমজাদ হোসেন(৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। তিনি তালা থানার আটারোই গ্রামের বিলায়েত হোসেনের ছেলে।

এব্যাপারে উপ-পুলিশ পরিদর্শক সঞ্জিব কুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার (০৭ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উপজেলার দক্ষিণ প্রতাপকাটিতে মাদক দ্রব্য বিকিকিনির হবে। এরই ধারাবাহিকতায় সকাল ৭ টার দিকে প্রতাপকাটি গ্রামের নতুন মসজিদের ধারে পুলিশ অবস্থান নেয়।

এর কিছু সময় পর আমজাদ মোটরসাইকেল চালিয়ে ওইস্থানে পৌছালে তার গতি রোধ করে তল্লাশি চালিয়ে
২০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এসময় মাদক সরবরাহের দায়ে তার ব্যবহৃত মটর সইকেলটি জব্দ করা হয়।সর্বশেষ এ ঘটনায় পাইকগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্তণ আইনে একটি মামলা হয়েছে।

এব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, আটককৃত আমজাদ দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায় জড়িত। এঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

দৈনিক দেশতথ্য//এল//