Print Date & Time : 12 May 2025 Monday 3:45 am

পাইকগাছায় মিনহাজ নদীর খনন কাজ শুরু

শেখ নাদীর শাহ্,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলার মিনাজ নদীর খনন কাজ শুরু করেছে স্থানীয় ইউনিয়ন পরিষদ। আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কর্মসৃজন কর্মসূচী ৪০ দিনের প্রকল্পের ১৪০ জন শ্রমিক দিয়ে নদীর ভরাটি অংশের খননকার্যক্রম শুরু করা হয়েছে।

পাইকগাছা উপজেলার খড়িয়া মিনাজ বাজার সংলগ্ন স্লুইচ গেটটি লস্কর ইউনিয়নের ৮টি ওয়ার্ডের ২০টি গ্রামের পানি, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ইউনিয়ন চাঁদখালী ইউনিয়নের ৩২টি, গড়ইখালী ইউনিয়নের ১০টি গ্রামসহ পার্শ্ববর্তী কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের একাংশের পানি সরবরাহের একমাত্র মাধ্যম। কিন্তু দীর্ঘ দিন ধরে নদীর পলি জমে গেটের সামনের ক্যানেলটি সরু হয়ে গেছে। এছাড়া কিছুটা অগ্রভাগে খড়িয়া মিনাজ চক সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় মিনাজ নদীতে প্রায় ৫০ একরেরও বেশি এলাকা পলিভরাট হয়ে গেছে। ফলে দীর্ঘ দিন ধরে সুষ্ঠু পানি সরবরাহে চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে মাত্র ৩ দিনের বৃষ্টির পানি সরতে একটানা ১৫ দিন পর্যন্ত সময় লেগে যায়। এমনকি গত মৌসুমে গজালিয়া থেকে চাঁদখালী অভিমুখে পিচের রাস্তার উপর পানি উঠে গেলে স্থানীয়রা সেখানে মাছ ধরেছে।

শনিবার (১৪ মে) খনন কাজের উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ রফিকুল ইসলাম, অরবিন্দ কুমার মন্ডল, দিলীপ কুমার মন্ডল, মোঃ জাহাঙ্গীর আলম সানা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সর্বশেষ স্থানীয়রা জানান, কিছুদিন আগে উক্ত স্থান সুষ্ক থাকলেও বর্তমানে পানি উঠানোর কারণে হাটু পানিতে খনন কাজ চালিয়ে নিতে তাদের ব্যাপক দূর্ভোগ পোহাতে হচ্ছে।

দৈনিক দেশতথ্য//এল//