Print Date & Time : 2 July 2025 Wednesday 8:25 am

পাইকগাছায় যন্ত্রপাতি প্রদানের দিনেই বিক্রির অভিযোগ

শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা): খুলনার পাইকগাছায় কৃষকদের কৃষি যন্ত্রপাতি বিতরণের দিনেই তা বিক্রির অভিযোগ উঠেছে।

এদিন সন্ধ্যায় বিক্রি করে দেওয়া একটি কলের নাঙ্গল (ট্রাক্টর) পাচারের সময় কাশিমনগর এলাকা থেকে জব্দ করেছে পুলিশ।

জানাযায়, সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে পাইকগাছায় কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। প্রকল্পের আওতায় উপজেলার কৃষকদের মাঝে ১৪টি কৃষি যন্ত্রপাতি ভর্তুকি মূল্যে বিতরণ করা হয়।

পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম উপস্থিত থেকে এসব উপকরণ বিতরন করেন। এরমধ্যে উপজেলার হরিঢালী ইউনিয়নের ৪ জন কৃষক মো: আব্দুস সাত্তার, শেখ মিন্টু, বাবলু ও আ: খালেক জমাদ্দারের মধ্যে ভর্তুকির ৪টি কলের নাঙ্গল (ট্রাক্টর) বিতরণ করা হয়।
এদিকে ভর্তুকির ট্রাক্টরের বাড়তি চাকাসহ মূল্যবান যন্ত্রাংশ ঘটনাস্থল থেকেই খুলনার ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়া হয়। এছাড়া ট্রাক্টরগুলির একটি সুবিধাভোগী কৃষক মামুদকাটি বাজারের সার-কীটনাশক ব্যবসায়ী মো: আব্দুল খালেক জমাদ্দারের ট্রাক্টরটি বিক্রি করে দেয়। খবর পেয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই শাহাজুল ইসলাম ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি জব্দ করে থানায় নিয়েছে।

এব্যাপারে পাইকগাছা উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভর্তুকির কোন উপকরণ বিক্রয়যোগ্য নয়। ট্রাক্টরটি জব্দ করতে থানা পুলিশকে জানানো হয়েছে বলে জানান তিনি।
এবিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাক্টরটি জব্দ করেছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

এব্যাপারে হরিঢালী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা সরাজ উদ্দীন জানান, স্থানীয় কৃষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাক্টরগুলি পেতে সুপারিশ করেছিলেন মাত্র। এরপর তারা সেগুলি নিয়ে কি করেছে তা তার জানা নেই ।

সোমবার উপকরণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিত দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উত্তম কুমার কু-, ডল্টন রায়, সরাজ উদ্দীন, আবুল কালাম আজাদ, দেবদাশ রায়, শেখ তোফায়েল আহম্মেদ তুহিন, এসএম মফিজুর রহমান, এনামুল হক, ইয়াছিন আলী খান, আফজাল হুসাইন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক মাজহারুল ইসলাম মিথুন, কৃষক দীজেন্দ্রনাথ মন্ডল, সাত্তার মোল্লা, আব্দুল খালেক, মন্টু, বাবুল গাজী ও রুহুল আমিন গাজী।

দৈনিক দেশতথ্য/এসএইচ//