Print Date & Time : 10 May 2025 Saturday 2:09 am

পাইকগাছায় যুক্ত হচ্ছে ৭টি রাস্তা

শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা): “শেখ হাসিনা’র মূলনীতি গ্রাম-শহরের উন্নতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে
খুলনার পাইকগাছা উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যুক্ত হতে চলেছে আরো
৭টি নতুন রাস্তা।
আগামী ২২-২৩মে সবকিছু ঠিক থাকলে উক্ত ৭টি প্রকল্পের
টেন্ডার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ঠ সূত্র জানায়, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২২-২৩ অর্থ বছরে গৃহীত ২ টি প্যাকেজে ( এইচ বিবি দ্বারা উন্নয়ন) এ প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে স্থানীয় সরকার
প্রকৌশল অধিদপ্তর প্রাক্কলন তার অনুমোদন দিয়েছেন।

অনুমোদিত প্রকল্পগুলো হল:

পাইকগাছার গড়ইখালী ইউপি’র আমিরপুর খেয়াঘাট হতে বগুড়ারচক স্কুল ভায়া
আমিরপুর বালিকা বিদ্যালয় সড়ক। (১৬৩০ মিঃ এইচ বিবি দ্বারা উন্নয়ন)। যার
ব্যয় ধরা হয়েছে-১ কোটি ১ লাখ ৮৩ হাজার ৩শত টাকা।

গড়ইখালী কলেজ খেয়াঘাট মোড় হতে হোগলারচক হয়ে আমিরপুর অভিমুখি (১০৮০-২৭১০
মিঃ) রাস্তা। ব্যয় ১ কোটি ২০ লাখ ৩৪ হাজার টাকা ধরা হয়েছে।

কপিলমুনি’র গোলাবাড়ী মালোপাড়া নোয়াকাটি আর এন্ড ডিপিএস -১০০০ মিঃ সড়ক।
যার ব্যয় ৬০ লাখ ৮০ হাজার টাকা ধরা হয়েছে।

গদাইপুর কার্তিকের মোড় হতে লতার শংকরদানা সড়ক-১০০০ মিঃ এইচবিবি দ্বারা
উন্নয়ন। ব্যয় ৫৯ লাখ ২৮ হাজার ৩৮২ টাকা ধরা হয়েছে।

চাঁদখালীর হাড়িয়ারডাঙ্গা ব্রীজ চকচাঁদমুখি ভায়া কাটাবুনিয়া সরকারী
প্রাইমারী স্কুল পর্যন্ত-২৫৮৮ মিঃ। ব্যয় ১ কোটি ৫৬ লাখ ৮৯ হাজার টাকা ধরা
হয়েছে।

লতার আন্ধারমানিক বাজার হতে বাইনচাপড়া খেয়াঘাট পর্যন্ত ১১৮০মিঃ সড়ক। যার
ব্যয় ৬০ লাখ ২৯ হাজার টাকা ধরা হয়েছে।

দেলুটি’র ফুলবাড়িয়া বাজার হতে দারুন মল্লিক খেয়াঘাট পর্যন্ত ৩৮০০-৫৭৩০
মিঃ সড়ক। যার ব্যয় ১ কোটি ২০ লাখ ৭০ হাজার টাকা ধরা হয়েছে।

প্রতিবেদনকালে সরেজমিনে উপজেলার সংশ্লিষ্ঠ ইউনিয়ন গুলো ঘুরে স্থানীয়দের
সাথে কথা বলে জানাগেছে, অনুমোদিত ওই সকল প্রকল্পগুলো বাস্তবায়ন হলে
উপজেলার সর্বোত্র যোগাযোগ ব্যবস্থায় আসবে আমুল পরিবর্তন। ফলে স্থানীয়
অর্থনীতিতেও বইবে সু-বাতাশ এমন প্রত্যাশা স্থানীয়দের।

এ ব্যাপারে গড়ইখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শরৎ চন্দ্র মন্ডল বলেন, স্বাধীনতার ৫০ বছরে অনেক এমপি ও ইউপি
চেয়ারম্যানদের বদল হলেও অদ্যাবধি ঘোষখালী নদী সংলগ্ন হোগলারচকের মাটির রাস্তাটির কথা কেউ ভাবেনি। এখন এ রাস্তা পাকা হতে চলেছে। এ ব্যাপারে স্থানীয় বর্তমান চেয়ারম্যানের অবদানের কথা স্বীকার করে নির্বাচনী
প্রতিশ্রুতি পূরন করায় খুলনা ৬ (পাইকগাছা-কয়রা) আসনের এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু সহ উন্নয়নের কারিগর স্মার্ট শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

স্থানীয় সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বর্তমানে তার নির্বাচনী এলাকায় হাজার-হাজার কোটি টাকার মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে উল্লেখ করে ইতোমধ্যে উপজেলায় বহু নির্বাচনী প্রতিশ্রুতি পূরন করেছেন দাবি করে প্রকল্পভুক্ত ৭টি রাস্তার কাজ যথা সময়ে শুরু হবে বলে জানিয়েছেন

দৈনিক দেশতথ্য//এইচ//