পাইকগাছা উপজেলায় নাশকতার মামলায় যুবদলের কয়রা উপজেলা শাখার আহবায়ক শরিফুল ইসলাম (৪৭) কে গ্রেফতার করেছে পুলিশ।
সে কয়রার সদর ইউনিয়নের আবু সাঈদ মোড়লের ছেলে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে কয়রা থানা পুলিশের সহতায় তার নিজ বাড়ি থেকে পাইকগাছা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।বুধবার (২৫ অক্টোবর) সকালে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, গত ২০২২ সালের ৭ ডিসেম্বর উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্টপুর গ্রামের একটি চাউল কলে বসে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা সরকার বিরোধী নাশকতার পরিকল্পনা করছিল। ওই ঘটনায় সেই সময়েই পাইকগাছা থানায় ৩৪ জনের নাম উল্লেখ ও সন্দিগ্ধ ৭০/৮০ জনকে আসামি করে একটি মামলা হয়।
সর্বশেষ গতকাল রাতে ওই মামলায় কয়রা উপজেলা যুবদলের আহবায়ক শরিফুলকে সন্দিগ্ধ হিসেবে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার সকালে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post