Print Date & Time : 2 July 2025 Wednesday 10:22 am

পাইকগাছায় শিক্ষাবৃত্তির চেক প্রদান

শেখ নাদীর শাহ্,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় উপকারভোগী পরিবারের সদস্যদের মেধাবী ২জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ-এর সহযোগিতায় ও রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আর আর এফ কর্তৃক এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম।

খুলনা জোনের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আঞ্চলিক ব্যবস্থাপক আর আর এফ চুকনগর অঞ্চল এর মোঃ মুশফিকুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন,গদাইপুর শাখার ব্যবস্থাপক মনি শংকর মন্ডল, এম আই এস অফিসার উজ্জ্বল কুমার মল্লিক, সমাজ উন্নয়ন কর্মকর্তা শেখ আরিফুর রহমান, প্রিতম সাহা প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এল//