শেখ নাদীর শাহ্, পাইকগাছা(খুলনা)প্রতিনিধি: পাইকগাছা-খুলনা প্রধান সড়কের আগড়ঘাটার সিলেমানপুর এলাকা থেকে দু’টি সরকারি
বাবলা গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে উপজেলা বন কর্মকর্তা কর্তনকৃত গাছ উদ্ধার করে স্থানীয় এক ইউপি সদস্যেও জিম্মায় রেখেছে।
অভিযোগে জানানো হয়, পাইকগাছা-খুলনা সড়কের কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা বাজার সংলগ্ন দক্ষিণ সিলেমানপুর মৌজায় থাকা বাবলা গাছ দু’টি জনৈক মোহাম্মদ আলী কেটে
এর ডালপালা বিক্রি করলে বিষয়টি জানাজানি হয়। ঘটনায় স্থানীয় জনৈক কালাম বিষয়টি প্রথমে উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলুকে জানালে তিনি বিষয়টি উপজেলা বন কর্মকর্তাকে জানানোর পরামর্শ দেন। এরপর খবর পেয়ে উপজেলা বন
কর্মকর্তা প্রেমানন্দ রায় ঘটনাস্থলে গিয়ে গাছ দু’টি উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দীন গাজীর জিম্মায় রেখেছেন।
এব্যাপারে সংশ্লিষ্ট ইউপি সদস্য আলাউদ্দীন গাজী জানান, বাবলা গাছ ২টির কিছু অংশ বন বিভাগের পক্ষে তার জিম্মায় রেখেছে। তবে অভিযুক্ত মোহাম্মদ আলী সাতক্ষীরা এলাকার বাসিন্দা। এলাকায় ভাড়াটিয়া হিসেবে লীজ-ঘেরসহ ক্ষেত-খামার পরিচালনা করেন। এসময় তিনি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনেরও দাবি জানান।
বনবিভাগের পাইকগাছা উপজেলা কর্মকর্তা প্রেমানন্দ রায় জানান, কর্তনকৃত গাছ জব্দ
করে ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। অভিযুক্ত মোহাম্মদ আলীকে নোটিশ করা হবে,
তার পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।
স্থানীয়রা জানান, মোহাম্মদ আলী বহিরাগত। তার বাড়ি সাতক্ষীরা এলাকায়। সেখানে
বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থাকায় স্থানীয়রা তাকে এলাকাছাড়া
করার পর সেখানে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অঅইনানুগ
ব্যবস্থা গ্রহনের দাবি জানান তারা।
দৈনিক দেশতথ্য//এল//