শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) ॥ উপজেলার দেলুটিতে ১০ শ্রেণির স্কুল ছাত্রী ঐশী আতœহত্যার ঘটনায় কারণ উদঘাটনে নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। কেন সে আতœহত্যা করেছে? কেউ কি তাকে আতœহত্যায় প্ররোচিত করেছে নাকি পারিবারিক মনোমালিন্যে সে আতœহত্যা করেছে? নানা প্রশ্নের সামনে নতুন একটি বিষয় নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। আর তা হল, মৃত্যুর পর থেকে তার ব্যবহৃত এ্যানড্রয়েড মোবাইল ফোনটি খুঁজে পাওয়া যাচ্ছেনা। কি এমন বিষয় লুকানো ছিল তার ফোনে। যাতে করে তার মৃত্যুর সাথে সাথে ফোনটি সরানো জরুরী হয়ে পড়ে? যদি সত্যিই তার ফোনটি হারিয়ে গিয়ে থাকে তাহলে কারা কখন কিভাবে সরালো ফোনটি ইত্যাদি বিষয় সামনে এসে দাড়িয়েছে।
প্রসঙ্গত, পাইকগাছা উপজেলার দেলুটিতে ইউনিয়নের চকরি বকরি গ্রামের সুজন মন্ডলের মেয়ে ও স্থানীয় আলোকদ্বীপ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী ঐশী মন্ডল ১০ জুলাই রাতে নিজ ঘরে গলায় রশি দিয়ে আতœহত্যা করে। পরের দিন ১১ জুলাই পুলিশ লাশ উদ্ধার করে সুরোতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
প্রথম থেকেই বিষয়টি প্রেম ঘটিত বলে গুঞ্জন থাকলেও পরিবার দাবি করে আসছে, ঘটনার রাতে প্রতি দিনের ন্যায় রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায় ঐশী। রাত সাড়ে ১২ টার দিকে তার ঘর থেকে শব্দ শুনে ঘরে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ লাশ আবিষ্কার করে পরিবার।
এলাকাবাসী জানায়, এলাকার হরিচাঁদ মন্ডলের ছেলে ব্রজনাথ মন্ডলের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি পরিবারের মধ্যে জানাজানি হওয়ার পর থেকে এশীর উপর চাপ বাড়ে। এ সংক্রান্তে বাক-বিতন্ডার একপর্যায়ে সেই রাতে আতœহত্যা করে সে।
তবে সূত্র জানায়, ঐশী ১৩ হাজার টাকা দামের একটি এ্যানড্রয়েড ফোন ব্যবহার করতো। ঘটনার পর থেকে তার ব্যবহৃত ঐ ফোনটি খুঁজে পাওয়া যাচ্ছেনা। সূত্র দাবি করছে, ঘটনার পর সকলেই যখন শোকে মূহ্যমান ঠিক তখনই কেউ ফোনটি সরিয়ে ফেলে। সূত্র আরো জানায়, ব্রজনাথ ঘটনার রাতে ঐ বাড়িতেই ছিল। এবং ঐ বাড়িতে তার এক বোন পার্বতীর বিয়ে হয়েছে। যার সুত্র ধরেই তাদের মধ্যে সম্পর্কের জন্ম। ঘটনার রাতে তাদেরই কেউ কৌশলে ফোনটি সরিয়ে ফেলে।
ধারণা করা হচ্ছে, ফোনটিতে কোন গোপন ভিডিও কিংবা ছবি লুকানো ছিল। মৃত্যুর পর বিষয়টি সামনে এসে ব্রজনাথ ধরাশাযী হতে পারেন এমন আশংকায় ফোনটি সরিয়ে ফেলা হয়। পরবর্তীতে আতœহত্যার প্ররোচনার বিষয়টি ধামা চাপা দিতে ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এলাকাবাসীর দাবি, ঘটনার সুষ্ঠু তথ্য উদঘাটনে পুলিশি তদন্তে বেরিয়ে আসতে পারে অনেক অজানা বিষয়। এনিয়ে তারা সংশ্লিষ্ট প্রশাসনেরও হস্তক্ষেপ কামনা করেন।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](https://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post