Print Date & Time : 5 July 2025 Saturday 12:22 am

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় আহত ১

শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা): খুলনার পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় বাপ্পি নামের এক মোটরসাইকেল চালক গুরুতর
আহত হয়েছেন।
গত মঙ্গলবার রাতে উপজেলার দেবদুয়ার এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

আহত বাপ্পি সরদার (২৩) সাতক্ষীার বড়দল এলাকার বাসিন্দা মোঃ শহিদুল সরদারের ছেলে। সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় তার শারিরীক অবস্থার অবনতি হলে ডাক্তারদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার সাড়ে ৭টার দিকে বালু
ভর্তি একটি ট্রাক বড়দল এলাকায় যাচ্ছিল। এসময় বাপ্পি সরদার নামের ওই যুবক
বাড়ির উদ্দেশ্যে বের হয়ে পাইকগাছার দেবদুয়ার এলাকায় পৌঁছে একটি ব্যাটারী চালিত ভ্যান ক্রস করার সময় সামনে থেকে আসা বালুবাহী ট্রাকের সামনা সামনি ধাক্কা খেয়ে ছিটকে পড়লে ট্রাকের চাকা তার দু” পায়ের উপর দিয়ে চলে যায়।
তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহতের পারিবারিক সূত্রে জানাযায়, খুলনায় চিকিৎসাধীন অবস্থায় বাপ্পিরশারিরীক অবস্থার অবনতি হলে বুধবার সকালে ডাক্তারদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকাস্থ পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//