শেখ দীন মাহমুদ, পাইকগাছা(খুলনা)॥ খুলনার পাইকগাছায় ইঞ্জিন চালিত গরুবাহী আলমসাধু ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী হাবিবুর রহমান (৩৫) নামে একজন নিহত ও তার স্ত্রীসহ ২ জন গুরুতর আহত হয়েছে। আহতদের গুরুতর অবস্থায় দ্রুত উদ্ধার করে প্রথমত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার রাড়ুলীর বাঁকা পুলিশ ক্যাম্পের মোড় এলাকায় এ দূর্ঘটনায় গুরুতর আহত হন, উপজেলার শ্রীকন্ঠপুরের হাবিবুর রহমান (৩৫) ও তার স্ত্রী হেনা বেগম (২৪) ও মতলেব সরদারের ছেলে খায়রুল সরদার। আহত অবস্থায় প্রথমত তাদেরকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩ টার দিকে হাবিবুর রহমান (৩৫) এর মৃত্যু হয়।
এদিকে দূর্ঘটনায় তাৎক্ষণিক ৯৯৯ কল দিলে স্থানীয় রাড়–লী পুলিশ ফাঁড়ির এএসআই গোলাম রসুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে ঘাতক আলমসাধু ও মোটরসাইকেল জব্দ করলেও আলমসাধু চালক পালিয়ে যেতে সক্ষম হয়।