Print Date & Time : 13 May 2025 Tuesday 11:45 pm

পাইকগাছায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার (২৭ মার্চ) দুপুরে খাদ্য দ্রব্যের মূল্য তালিকা না থাকায় পৌর সদরস্থ তরমুজ,পোল্ট্রি,মুদি দোকানসহ সর্বোমোট ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী
ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় মূল্য তালিকা না থাকায় ওই সকল প্রতিষ্ঠানকে সর্বোমোট সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট রমজানের পবিত্রতা রক্ষায় সর্বসাধারণের সহযোগিতা কামনা করে সকল পর্যায়ের ব্যবসায়ীদের দ্রব্য
মূল্যের তালিকা ঝুলানোর নির্দেশ প্রদান করেন।

এসময় পেশকার সারাফাত হোসেন, এসআই অমিত ও বেঞ্চসহকাী আরিফুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//