Print Date & Time : 12 May 2025 Monday 12:17 am

পাখির কৃত্রিম আবাসস্থল স্থাপন কর্মসূচি উদ্বোধন

জীববৈচিত্র্য ও প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশীয় পাখি। আগে গ্রামে গ্রামে হরহামেশাই দেখা মিলত নানা প্রজাতির পাখি। কালের আবর্তে এসব পাখ-পাখালি এখন হারিয়ে গেছে। উধাও হয়ে গেছে পাখির কলরবও।

 এরই অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় এ বছরও “পাখির জন্য ভালোবাসা ” স্লোগান নিয়ে মাসব্যাপী দেশীয় পাখির নিরাপদ কৃত্রিম আবাসস্থল স্থাপন কর্মসূচি- ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 ২৯ মে (সোমবার) বেলা ১১ টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বর ও লালন শাহর মাজার এলাকার গাছে গাছে এই কৃত্রিম বাঁশের হাড়ি স্থাপন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিন মিলন, বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ এর সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এস আই সোহেল, মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সাংগঠনিক সম্পাদক নাব্বির আল নাফিজ, মীর কুশল,তানজিম আহমেদ আলীফ, নাব্বির আল নাফিজ, তালহা জুবায়ের,মুবিন,সাবিত ইবনে মামুন,রাফি ইসলাম সহ আরও অনেকে।

এসময় মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিন মিলন বলেন, পাখিদের মুক্তভাবে বাঁচার জন্য পুকুর ভরাট, গাছ নিধন, শিকার বন্ধ করার ওপর জোর দিয়েছেন প্রাণী বিশেষজ্ঞরা।পাখিদের মুক্তভাবে বাঁচার জন্য পুকুর ভরাট, গাছ নিধন, শিকার বন্ধ করার ওপর জোর দিয়েছেন প্রাণী বিশেষজ্ঞরা। আমাদের দেশে বড় বড় গাছের সংখ্যা কম হওয়াতে পাখিরা বাসা বাঁধার স্থান পাচ্ছে না, এ সময় পাখিদের বাসা বাচ্চা দেওয়ার সময় কিন্তু বড় বড় গাছ না থাকাতে ওরা দিশেহারা তাইতো প্রকৃতির সন্তানদেরকে বাঁচাতে রক্ষা করতে আমাদের পাখির বাসা বাঁধা শুরু হয়েছে, আমরা সৃষ্টিকর্তার পরিবারদের কে রক্ষা করব। 

এ বছর প্রথম পর্যায়ে ১৪৫টি বাঁশেরহাঁড়ি গাছে লাগানো হয়েছে। আরো ৫০০টি হাঁড়ি গাছে গাছে স্থাপন করা হবে। আমরা পুরো সলপ ইউনিয়ন জুড়ে পাখির নিরাপদ আশ্রয় গড়তে চাই।

এবি//দৈনিক দেশতথ্য//মে ২৯,২০২৩//