Print Date & Time : 24 April 2025 Thursday 1:17 pm

পাটকল শ্রমিকদের খুলনা-যশোর মহাসড়ক অবরোধ

খুলনা-যশোর মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বেসরকারি পাট-সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন।

রোববার (১০ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টা থেকে নগরীর ফুলবাড়িগেট এলাকায় উক্ত কর্মসূচি শুরু হয়। যা চলে এক ঘণ্টা। অবরোধের ফলে খুলনা-যশোর মহাসড়কে যানবাহন চলাচল কিছুটা বিঘ্নিত হয়।

এসময় শ্রমিকরা জানান, নগরীর বেশ কয়েকটি বেসরকারি পাটকল মালিকপক্ষ বন্ধ করে দিলেও শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করেননি। এর ফলে শ্রমিকরা আর্থিক সংকটে রয়েছেন। সে কারণে তারা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন।

এর আগে, বেসরকারি পাট-সুতা বস্ত্রকল শ্রমিক ফেডারেশনের উদ্যোগে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং চূড়ান্ত বিল পাওনার দাবিতে শ্রম প্রতিমন্ত্রীর বাসভবনের সামনে গত শুক্রবার মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এসময় শ্রমিক-কর্মচারী ফেডারেশনের নেতারা বলেন, তাদের দাবি মালিকদের গ্রেফতার করে আইনের আওয়াতায় এনে ন্যায্য পাওনা না পাওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে। দরকার হলে মন্ত্রীর বাড়ির সামনে তারা নিজেরা আত্মঘাতী কর্মসূচি পালন করবেন। গত ৭ বছর বন্ধকৃত মহাসীন ও এ্যাজাক্স জুট মিলের শ্রমিকদের অতিস্বত্তর এককালীন পাওনা টাকা পরিশোধ করতে হবে। জুট মিলসহ বন্ধকৃত প্রতিষ্ঠানগুলি পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে। আফিল জুট মিল ও জুট স্পিনার্সের শ্রমিকদের যাবতীয় বকেয়া পরিশোধ পূর্নাঙ্গ মিল চালু করতে হবে। সোনালী জুট মিলের বকেয়া পাওনাসহ পূর্ণাঙ্গ ভাবে মিল চালু করতে হবে।

ওইদিন সভায় দাবি আদায়ের লক্ষ্যে নেতৃবৃন্দরা আজ রোববার (১০ সেপ্টেম্বর) ফুলবাড়িগেটে রাজপথ ও রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেন।

দৈনিক দেশতথ্য//এইচ/