Print Date & Time : 6 May 2025 Tuesday 12:01 pm

পাটগ্রামের জেসি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে আম্পায়ার!

পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ আগামী শনিবার (১৮ জানুয়ারি) থেকে মালয়েশিয়ায় শুরু হতে হচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বিশ্বকাপের খেলা পরিচালনার জন্য আইসিসি ঘোষণা করেছেন ১৩ জানুয়ারি সোমবার ২০ সদস্যের ম্যাচ অফিশিয়ালের নাম। সেই তালিকায় রয়েছে বাংলাদেশি আম্পায়ার সাথিরা জাকির জেসি।
বিগত বছরের মার্চে আইসিসির ডেভেলপমেন্ট
প্যানেলে যুক্ত হন জেসি। সে এখন পর্যন্ত মেয়েদের ২৫টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন ৩৪ বছর বয়সী জেসি। গত বছরের জুলাই মাসে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি
টুর্নামেন্টেও আম্পায়ারিং করেছেন। সবশেষ গত ডিসেম্বরে মালয়েশিয়াতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ টি-টোয়েন্টিতেও আম্পায়ারিং করেছেন জেসি।

জেসির সাথে কথা বলে জানা যায় এশিয়া কাপে আম্পায়ারিং করলেও জেসির স্বপ্ন ছিল বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করার। গত অক্টোবরে নারী বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। সেই খেলায় জেসির আম্পায়ারিং করার ব্যাপারেও আশাবাদী
ছিল ক্রিকেট বোর্ড, বিসিবি। এবার বিশ্বকাপের আসর বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে করা হচ্ছে
। তবে এবার তিনি বয়সভিত্তিক বিশ্বকাপে আম্পায়ারিং করতে যাচ্ছেন।

বিসিবি সুত্র মতে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ জন ম্যাচ অফিশিয়ালের মধ্যে ১৬ জন আম্পায়ার রয়েছেন। তারমধ্যে সেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে থাকছেন সাথিরা জাকির জেসি। ম্যাচ অফিশিয়ালের
দায়িত্বে থাকছেন আরও ১৩ দেশের ১৯ জন প্রতিনিধি। ইতিপূর্বে ২০২৩ সালে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর বসেছিল দক্ষিণ আফ্রিকায়। ওই সময় ম্যাচ অফিশিয়ালের তালিকায় ছিলেন বাংলাদেশের দুজন আম্পায়ার- শরফুদ্দৌলা ইবনে শহীদ ও ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ। শরফুদ্দৌলা
এখন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার। নিয়ামুর চলমান বিপিএলে দায়িত্ব পালন করছেন। অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ার হিসেবে থাকছেন যারা: সাথিরা জাকির জেসি (বাংলাদেশ), অ্যাশলি গিবনস (অস্ট্রেলিয়া), গায়ত্রী
বেণুগোপালান ও নারায়ণান জননী (ভারত), আইডান সিভার (আয়ারল্যান্ড), নীতীন বাথি ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস), রাহুল আশের (ওমান), সালিমা
ইমতিয়াজ (পাকিস্তান), শিবানী মিশ্র (কাতার), কেরিন ক্লাস্তে (দক্ষিণ আফ্রিকা), দেনুডু ডি সিলভা (শ্রীলঙ্কা), বিজয় প্রকাশ মাল্লেলা (যুক্তরাষ্ট্র), ক্যান্ডেস লা বোর্দে ও মারিয়া অ্যাবট (ওয়েস্ট ইন্ডিজ), ফরস্টার মুতিজা (জিম্বাবুয়ে)। বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা সদরের কৃতি সন্তান সাথিরা জাকির জেসির বাবা সাবেক ব্যাংকার রফিকুল
ইসলাম ও মাতা অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রিনাআক্তার জানান মেয়ে সাথিরা জাকির জেসি অনূর্ধ্ব ১৯ নারী বিশ্বকাপ ক্রিকেটে আম্পায়ার হিসেবে নাম থাকায় কৃতজ্ঞতা বোধ করেন। জেসি তার সুনাম ধরে রাখতে পাটগ্রামে একটি ক্রিকেট একাডেমি গড়ে তুলছেন। সেখানে অনেক ছাত্র
খেলাধুলা করে সুনাম কুড়িয়েছেন।