Print Date & Time : 10 May 2025 Saturday 2:13 pm

পাটগ্রামে আ’লীগ ও বিএনপির রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত

মঙ্গলবার সন্ধ্যায় জেলার পাটগ্রাম উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১০-১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে হানিফ(৩২) ও রবিউল ইসলাম(৩৭) অবস্থা গুরুতর। উভয় দল এই দুই জনকে নিজেদের কর্মী বলে দাবি করেছে।
লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মমিনুল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় জনকবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিয়ে কটুক্তি মূলক বক্তব্য দেয়ায় সংঘর্ষের সূত্রপাত ঘটে। দুই দলের মিছিল নিয়ে বিএনপি অফিসের সামনে এসে সংর্ঘষে জড়িয়ে পড়ে। কয়েক ঘন্টা ব্যাপী সংঘর্ষে পুরো উপজেলা শহর রণক্ষেত্রে পরিণিত হয়ে যায়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। রাতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান জানান, দ্রব্যমূল্যের দাম উর্ধমুখীর প্রতিবাদে বিএনপি প্রতিবাদ সমাবেশ করার সময় সরকার দলীয় ক্যাডাররা হামলা করেছে। তারা দলীয় কার্যালয় ব্যাপক ভাংচুর করে। তাদের বহু নেতা কর্মী আহত হয়েছেন।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, বিএনপি ও আওয়ামীলীগের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত ঘটনাস্থল পৌচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল আমীন বাবুল জানান, আওয়ামীলীগের নেতা কর্মীদের উপর হামলা ও দলীয় কার্যালয়ে ভাংচুর প্রধানমন্ত্রী এবং জাতির জনক কে নিয়ে অশ্লীল কটুক্তি করায় মামলার প্রস্তুতি চলছে। এখন আহত নেতা কর্মীদের চিকিৎসা নিয়ে সকলে ব্যস্ত রয়েছে।