Print Date & Time : 12 May 2025 Monday 6:45 pm

পাটগ্রামে চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নে সুপারি চুরি করতে গিয়ে সুপারি গাছ থেকে পড়ে আবেদ আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১০ মে) রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি গ্রামের জনতার বাজার এলাকায় এরশাদ হোসেন সেবুর একটি সুপারি গাছের বাগানে রোববার (১১ মে) সকাল ৯ টার দিকে একটি পুরাতন সুপারি গাছ ভেঙ্গে পড়ে থাকা ও পাশে মৃত অবস্থায় ওই এলাকার আবেদ আলীকে পড়ে থাকতে দেখেন স্থানীয় ভুট্টা ক্ষেতে কাজ করতে আসা শ্রমিকরা।

পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আবেদ আলী ওই এলাকার মৃত ছমর উদ্দিনের ছেলে।
জনতার বাজারের স্থানীয় একাধিক বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, ‘আবেদ আলী দীর্ঘদিন থেকে এ এলাকায় চুরি করতো। একাধিকবার তাকে ধরে বিচার করে ছেড়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি সুপারি গাছে উঠে সুপারি চুরি করার সময় পড়ে গিয়ে আঘাত পেয়ে মারা গেছেন।’
আবেদ আলীর স্ত্রী মমেনা বেগম (৪৮) বলেন, ‘আমার স্বামী কাজকামাই করে সংসার চালায়। রাতে মোবাইলে ওয়াজ শুনে তিনটার সময় ঘর থেকে বের হয়ে যায়। পরে সকালে শুনি সুপারির গাছ থেকে পড়ে নাকি মারা গেছেন। কিভাবে কি হয়েছে সঠিক বলতে পারিনা।’
এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, ‘ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি সুপারি গাছে উঠে সুপারি পাড়ানোর সময় পড়ে মারা গেছেন। গাছটি পুরাতন আর মাঝখানে নষ্ট হওয়ার মত ছিলো। লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের আজই (রোববার) বিকেলে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো ব্যবস্থা প্রক্রিয়াধীন।’