নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট:জেলার পাটগ্রাম উপজেলার ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী মিনার হোসেন (৩২) নিহত হয়েছে।
শনিবার সন্ধ্যায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের বাউরা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনার হোসেন(৩২) পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের বাদশা মিয়ার ছেলে। সে একজন ট্রাকচালক ছিল।
মোটরসাইকেলে বাউরা বাজার আসার পথে অপরদিকে বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাকের ধাক্কার চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়।
হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেল্পার পলাতক রয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post