নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট: পাটগ্রাম দুই হাজার দুই শত ২০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি অডিটরিয়ামে উপজেলা কৃষিসম্প্রসারণ বিভাগের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
উপজেলার ৮ ইউনিয়ন ও ১টি পৌরসভার কৃষকদেরকে এসব বীজ ও সার দেওয়া হয়।
পাটগ্রাম উপজেলা নির্বাহী র্কমকর্তা (ইউএনও) নাজমুল হক সুমন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন- পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফ্ফার।
দৈনিক দেশতথ্য//এসএইচ//