আজ সোমবার দুপুরে জেলার পাটগ্রাম উপজেলার মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি অডিটরিয়ামে উপজেলা কৃষিসম্প্রসারণ বিভাগের আয়োজনে দুই হাজার দুই শত ২০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলার ৮ ইউনিয়ন ও ১টি পৌরসভার কৃষকদেরকে এসব বীজ ও সার দেওয়া হয়। তেল ফসল উৎপাদন বৃদ্ধি ও ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে প্রণোদনা কর্মসূচীর আওতায় এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
পাটগ্রাম উপজেলা নির্বাহী র্কমকর্তা (ইউএনও) নাজমুল হক সুমন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন- পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফ্ফার।কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি/২০২২-২৩ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। প্রতি বিঘা জমির কৃষকদেরকে ১ কেজি সরিষা বীজ, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি প্রদান করা হয়।
বা// দৈনিক দেশতথ্য// ১৫ নভেম্বর//

Discussion about this post