পাটগ্রাম লালমনিরহাট সংবাদদাতাঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা পাটগ্রাম উপজেলা কমান্ড কর্তৃক আয়োজিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে পৌর কমান্ড গঠন করা হয়েছে।
রবিবার ১১ মে সকাল ১১ টায় উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আলহাজ্ব শহিদুল্লাহ প্রধানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব সপিকার রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফিজুল হক প্রধান,বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক,বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন প্রমুখ। শেষে বীর মুক্তিযোদ্ধা আবু তৈয়ব কে পৌর কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা আমিনুর হক কে ডিপুটি কমান্ডার করে ১১ সদস্য বিশিষ্ট পৌর কমান্ড ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে ইউনিয়ন কমিটি ও গঠন করা হবে।