Print Date & Time : 9 July 2025 Wednesday 6:13 am

পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধ হত্যায় আটক ১

সুদীপ্ত শাহীন, লালমনিরহাট: পাটগ্রামে বীরমুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী হত্যাকান্ডে জড়িত সন্দেহে মোঃ আলমগীর হোসেন আব্দুল্লাহ(২৮) কে পুলিশ আটক করে।

আজ সোমবার সকালে জেলার পাটগ্রাম উপজেলা সাহেব ডাংগা থেকে তাকে আটক করা হয়।

সে পাটগ্রাম রসূলগঞ্জ নিউ পূর্বপাড়া মৃত আব্দুল মতিন- মৃত

আছমা বেগম দম্পতির সন্তান। তাকে জিজ্ঞাসাবাদে লালমনিরহাট কোর্টে রিমান্ডের আবেদনসহ প্রেরণ করা হয়েছে বলে পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানিয়েছে।

মূল আসামি বাবুকে গ্রেপ্তারে মাঠে পুলিশের পাশাপাশি গোয়েন্দা ইউনিট কাজ করছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//