পাটগ্রাম, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা ভূমি অফিসের উদ্যোগে র্যালী ও জনসচেতনতা মূলক আলোচনা সভা এবং ভূমি মেলা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার সকালে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানের তিন ব্যাপী এ মেলায় প্রধান অতিথি,এইচ এম রকিব হায়দার, জেলা প্রশাসক, লালমনিরহাট। বিশেষ অতিথিঃ জি আর সরোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) লালমনিরহাট।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাটগ্রাম উপজেলা সভাপতি আলহাজ্ব সফিকার রহমা, বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারী মনোয়ার হোসেন লিটন, পৌর আমীর সোহেল রানা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোতাহারুল ইসলাম, ভূমি কর্মকর্তাগন,সাংবাদিক গন ও সাধারণ জনগন উপস্থিত ছিলেন।
ভূমি মেলায় ভূমি সেবা জনগনের দোড় গোরায় পৌঁছে দিতে অন লাইন সেবার মাধ্যমে সরকার কাজ করছে।

Discussion about this post