পাটগ্রাম লালমনিরহাট সংবাদদাতাঃ লালমনিরহাটের বাউরা – লালমনিরহাট মহাসড়কে পিকআপ ও মোটর সাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
স্থানীয়রা জানায় ২০ জুন শুক্রবার দুপুরে পাটগ্রাম উপজেলার বাউরা -কাঠাল তলা এলাকায় লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে পাটগ্রাম গামী পিক আপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী অনার্স পড়ুয়া মিরাজ ( ২৩) নিহত হয় ও তার সাথে থাকা অনিক( ২৫) গুরতর আহত হয়েছে।
নিহত মিরাজ পাটগ্রাম পৌর ৮ নং ওয়ার্ডের মির্জারকোট এলাকার আলিউল ইসলামের ছেলে। গুরুতর আহত অনিক কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি হাতীবান্ধা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী নিশ্চিত করেছেন। উল্লেখ্য তারা ৪ বন্ধু মিলে বড়খাতার একটি বড় মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছিলো।

Discussion about this post