Print Date & Time : 8 July 2025 Tuesday 12:26 am

পাটগ্রামে সড়ক দূর্ঘটনায় নিহত ১

পাটগ্রাম লালমনিরহাট সংবাদদাতাঃ লালমনিরহাটের পাটগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম (৪৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

রবিবার, ১৭ নভেম্বর সকাল নয়টায় এ দুর্ঘটনা ঘটে।

আবুল কালামের বাড়ি উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের ললিতাহাট গ্রামে। পেশায় তিনি একজন ধান ভাঙ্গার মেশিনের মিল ব্যবসায়ী।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানায় আবুল কালাম নিজ বাড়ি থেকে রবিবার সকাল সাড়ে আট টায় মোটরসাইকেল যোগে উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা কামারেরহাট বাজারে তার মিল ধান ভাঙ্গার মেশিন ব্যবসা প্রতিষ্ঠানে রওনা দেন। এ সময় পথিমধ্যে পাটগ্রাম-বুড়িমারী স্থলবন্দর আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ বাজারের কলতাপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এ সময় মোটরসাইল চালক আবুল কালাম মাথায় প্রচন্ড আঘাত পেয়ে আহত হন। স্থানীয় লোকজন তাকে আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত ব্যক্তির আত্মীয়-স্বজনেরা কোনো অভিযোগ না করায়। লাশ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।