Print Date & Time : 5 July 2025 Saturday 10:50 pm

পাটগ্রাম উপজেলা পরিষদের সভা অনুষ্ঠিত

পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের পাটগ্রাম উপজেলায় এটি প্রথম সাধারণ সভা।

বৃহস্পতিবার ( ২৭ জুন) সকাল ১১টায় পাটগ্রাম উপজেলা শহীদ আফজাল হোসেন মিলনায়তনে উপজেলা পরিষদের আয়োজনে প্রথম সভা অনুষ্ঠিত হয়।

পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন বাবুলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) হাসিব-উল আহসান,পাটগ্রাম পৌরসভার মেয়র রাশেদুল ইসলাম সুইট, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, মহিলা ভাইস চেয়ারম্যান রেজওয়ানা পারভিন সুমি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণচন্দ্র রায়,পাটগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান,পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান নিলু। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গন, পাটগ্রাম উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন,গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এর আগে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

দৈনিক দেশতথ্য//এইচ//