সুদীপ্ত শাহীন, লালমনিরহাট: এবার পাটগ্রাম সীমান্তে বিএসএফের এলোপাতাড়ি গুলিবর্ষণ ও সাউন্ড গ্রেনেডে নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে।
এ সময় দুই চোরাকারবারি গুলিবিদ্ধ হয়েছে। এরা হলো- মেঃ আলম হোসেন(৩৬) ও মোঃ সুজন মিয়া (২৯)। গুলিবিদ্ধ আলম হোসেনকে বিএসএফ ধরে নিয়ে গেছে। অন্য জন পালিয়ে এসেছে। এ ঘটনায় সীমান্ত গ্রামটিতে উৎকন্ঠিত স্বজনরা শমসের নগদ বিওপি ক্যাম্পে ভিড় করছে।
আজ শনিবার ভোর রাতে আনুমানিক ৩ টায় জেলার পাটগ্রাম উপজেলার শমসের নগর সীমান্তে তিস্তা ব্যাটালিয়ন – ২ (৬১বিজিবি অধীনে ) ১৫০ গজ ভারতের অভ্যন্তরে চোরাকারবারিরা গরু আনতে যায়। এসময় মেডিকেল ব্রিজ নামক স্থানে ভারতীয় সীমান্তের ১৬৯ বিএসএফের চুঙ্গারখাতা ক্যাম্পের টহল দলের সামনে পড়ে যায় চোরাকারবারিরা। বিএনএফ এ সময় পর পর কয়েক রাউন্ড ফায়ার করে। এতে ঘটনাস্থলে বাংলাদেশি দুই চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে গরুতর আহত হয়। এরা হলো- পাটগ্রাম সীমান্তের বুড়িমারী (কলাবাগান) গ্রামের মৃত হাফিজুল ইসলামের পুত্র মোঃ আলম হোসেন(৩৬)। তার পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তাকে বিএসএফ ধরে নিয়ে গেছে। একই গ্রামের মজিবুর রহমানের পুত্র সুজন মিয়া (২৯) পাঁজরে গুলিবিদ্ধ হয়। সে সতীর্থদের সহায়তায় বাংলাদেশে পালিয়ে এসেছে। গোপনে রংপুরে তার চিকিৎসা করছে স্বজনরা।
কমসের নগর বিওপির বিজিবির কমান্ডার মোকসেদুর রহমান জানান, সীমান্তের ঘটনায় ক্যাম্পানি কমান্ডার বা ব্যাটালিয়ন কমান্ডার বলতে পারবে। এর বেশিকিছু বলতে পারবনা। ৬১ বিজিবির উর্ধতণ কর্মকর্তা গণ ফোন রিসিভ করেনি।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post