পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের হোসনাবাদ সীমান্ত দিয়ে ৭ জন নাগরিককে বাংলাদেশে পুশ-ইন বা ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
স্থানীয় সূত্রে জানা গেছে ২৪ জুন, মঙ্গলবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী হলদি পোড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা ওই ৭ জনকে সীমান্তের ৮৮২ নং মেইন পিলারের নিকট দিয়ে ২ জন পুরুষ ১জন শিশু ও ৪ জন মহিলা সহ ৭ জনকে বাংলাদেশ ভূখণ্ডে পাঠিয়ে দেয়। হঠাৎ অচেনা লোকজনকে সীমান্তবর্তী এলাকায় ঘোরাফেরা করতে দেখে এবং হিন্দি ভাষায় কথা বললে সন্দেহ হয় এলাকাবাসীর। পরে স্থানীয়রা তাদের আটক করে বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে জানায়। লোকজনকে জোংড়া ইউনিয়নের খারিজা ও বাউরা ইউনিয়নের হোসনাবাদ সীমান্ত থেকে নবীনগর বিজিবি নিয়ে যায়। বিষয়টি বাউরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউ পি সদস্য হাবিবুর রহমান মানিক নিশ্চিত করেন এবং তাঁদের বিষয়ে উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন বিজিবি ৭ জনকে নিয়ে দুপুরে থানায় জমা দেন,তাদের বিষয়ে যাচাই-বাছাই করে ব্যবস্থা পরিবারের নিকট দেয়া হবে। তবে এ ব্যাপারে বিজিবির নবীনগর কোম্পানি সদরে ফোনে যোগাযোগ করা হলে ফোন কেটে দেন।
এবি//দৈনিক দেশতথ্য//

Discussion about this post