Print Date & Time : 11 May 2025 Sunday 10:34 am

পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনের ভিড় নেই

গত দুইদিন ধরে কাটুরিয়া ঘাটে যানবাহনের অতিরিক্ত ভিড় ছিল। আজ বিকেলের পরে ঘাট একেবারেই ভিড়মুক্ত হয়ে গেছে।

দৈনিক দেশতথ্য পত্রিকার প্রতিনিধি জানাচ্ছেন ইফতারের আগে ও পরে যারা পাটুরিয়া ফেরিঘাট পার হয়েছে তাদের খুব হাসি খশি দেখা গেছে।

ঢাকা থেকে আসা কুষ্টিয়াগামী প্রাইভেট কারের মালিক মোটরকার সিন্ধু আবেদ জানালেন তিনি বড় শংকা নিয়ে বের হয়েছিলেন। তার ধারণা ছিল ঘাটে খুব ভিড় হবে তাই তিনি বঙ্গবন্ধু সেতুর পথ ধরতে চেয়েছিলেন। হেমায়েতপুর এসে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে পাটুরিয়ার পথ ধরেন।

পাটুরিয়া পৌঁছানোর ৫/৭ কিলোমিটার আগে গ্রামের শর্টকাট রোডে পুলিশকে অলস বসে থাকতে দেখে আশান্বিত হন। পরে ৫ নং ঘাটে এসে দেখেন ফেরিও ফাঁকা। এতে তিনি উল্লাস প্রকাশ করেছেন।

এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২৯,২০২২//