Print Date & Time : 3 July 2025 Thursday 10:03 pm

পাঠ্যপুস্তকে প্লেজারিজমের দায়ে শাস্তি দাবি নতুনধারার

স্টাফ রিপোর্টার:

পাঠ্যপুস্তকে প্লেজারিজমের দায়ে জড়িত সংশ্লিষ্টদের কঠোর শাস্তি দাবি করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।

নতুনধারা বাংলাদেশ ১৯ জানুয়ারি প্রেরিত এক বিবৃতিতে বলেছেন, শুধু দায় স্বীকার করলেই ক্ষমা না করে বরং আমাদের শিক্ষাকে ধ্বংস করার জন্য কপি পেস্ট-প্লেজারিজম-ধর্মীয় বিদ্বেষ-ইতিহাস বিকৃতির মত ঘটনা যারা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনেই কঠোর শাস্তি দেয়া উচিৎ। যাতে করে এর সাথে সংশ্লিষ্ট কেউ কখনো ইচ্ছায় বা অনিচ্ছায় এমন ভুল করতে না পারে।

বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, প্রচলিত আইন অনুযায়ী পাঠ্যবইয়ের মত গুরুত্বপূর্ণ বই রচনায় চৌর্যবৃত্তির শাস্তি আইন অনুযায়ী কার্যকরের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে অর্থ দন্ডে দন্ডিত করলে পরবর্তীতে এমন ভুল আর হবে না বলে আমরা বিশ্বাস করি।

দৈনিক দেশতথ্য//এসএইচ//