তাদের মাইক্রো পাহাড়ের ১২শ’ফুট উঁচু থেকে নিচে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৯ সদস্যের একটি টিম বান্দরবান থেকে থানচি যাওয়ার পথে গাড়ী দুর্ঘটনার কবলে পড়ে। এতে ওই গাড়ীতে ৯ জনের মধ্যে দুইজন মারা যায় এবং ৭জন আহত হয়।
বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত একজনের নাম হামিদুল ইসলাম। সে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি গার্ড স্টেট এন্ড লিগ্যাল অফিসার বলে জানা যায়। দুর্ঘটনায় নিহত ও আহতরা সবাই বুয়েটের নিরাপত্তা শাখার কর্মচারী।
পুলিশ, বিজিবি ও স্থানীয়রা জানায়, ঢাকার থেকে ৯ জনের একটি দল এক্স নোহা মাইক্রো নিয়ে বান্দরবানে আসে। সকালে বান্দরবান থেকে থানচি যাওয়ার পথে জীবননগর নামক স্থানে তাদের গাড়িটি প্রায় ৩শ ফুট গভীর খাদে পড়ে যায়।
এ সময় ঘটনাস্থলে ১ জন ও সদর হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা গেছেন। এরমধ্যে আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে থানচি ও বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কজনক।
এ বিষয়ে থানচি থানার এএসআই সত্যব্রত চাকমা ও এএসআই জমির উদ্দিন জানান, একটি পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছে। ৪ জন নিখোঁজ হলেও পরে সবাইকে উদ্ধার করে বান্দরবান ও থানচি হাসপাতালে পাঠানো হয়েছে।
আর//দৈনিক দেশতথ্য//২৬ মে-২০২২//

Discussion about this post